ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইল চেয়ার বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: পবিত্র ঈদ‍ুল আজহা উপলক্ষে ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী শিশুদের মধ্যে হুইল চেয়ার, নগদ অর্থ ও কাপড় বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবতা।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাতে বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী উচ্চ বিদ্যালয় মাঠে সংসদ সদস্য দবিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় পাঁচ ইউনিয়নের ৩০ জন দুঃস্থ ও প্রতিবন্ধী শিশুদের হাতে হুইল চেয়ার, প্রত্যেক পরিবারকে এক হাজার করে টাকা ও নতুন তুলে দেন।



অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বালিয়াডাঙ্গী আওয়ামী লীগের উপজেলার সভাপতি মোহাম্মদ আলী, ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক আব্দুস ছালাম, ঠাকুরগাঁও সদর থানা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, বালিয়াডাঙ্গী উপজেলা ভাইস চেয়ারম্যান ও আব্দুস সামাদ পান্না।

এছাড়াও জাগ্রত মানবতা সংগঠনের উপদেষ্টা ভোলা নাথ চ্যাটার্জী, সহিদুর রহমান, আব্বাস আলী, মোজাহারুল ইসলাম, জিল্লুর রহমান, আবু হায়াত নুরুনবী, সমর কুমার চ্যাটার্জী, আনিসুর রহমান, রমজান আলী, সহ-সভাপতি জিৎ সিংহ (ছটকু), সাধারণ সম্পাদক লিটন পারভেজ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্বেচ্ছায় রক্তদাতা ১০ জন ও ২০ জন গুণীজনকে সন্মাননা দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।