ফরিদপুর: বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মির্জা রফিকুল ইসলামের মা রত্নগর্ভা বদরুননেসা আব্দুল্লাহ আর নেই ( ইন্নালিল্লাহী...রাজিউন)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিনগত রাত ১২টার দিকে ঢাকার হলি ফ্যামিলি হাপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। ৯ মেয়ে ও ৩ ছেলে রেখে গেছেন বদরুননেসা।
মরহুমের পারিবারিক সূত্র জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) বাদ আসর ফরিদপুর শহরের ঝিলটুলির অম্বিকা ময়দানে জানাজা শেষে আলিপুর কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হবে।
মরহুমা বদরুননেসা আব্দুল্লাহর স্বামী শহরের ঝিলটুলীর বাসিন্দা মির্জা মো. আব্দুল্লাহ পূর্ব পাকিস্তান সরকারের পাবলিসিটি অফিসার (বর্তমান তথ্য কর্মকর্তা) ছিলেন।
বদরুননেসা আব্দুল্লাহর বড় ছেলে মির্জা মো. রফিকুল ইসলাম ইউসিবিএল-এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কর্মরত রয়েছেন।
আরেক মেয়ে মাহবুবা নাসরিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ইনস্টিটিটিউটের পরিচালক। ছোট ছেলে মির্জা আরিফুর রহমান হলিফ্যামিলি হাসপাতালের ডেন্টাল সার্জন।
এছাড়া তার অন্যান্য ছেলে-মেয়েরা সাফল্যের সঙ্গে নিজ নিজ কর্মক্ষেত্রে বিচরণ করছেন।
২০০৫ সালে আজাদ প্রোডাক্টস আয়োজিত রত্নগর্ভা পদক পান বদরুননেসা আব্দুল্লাহ।
বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এআর/এমএ