ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

মিনায় দুর্ঘটনার পর খোঁজ মিলছে না খুলনার পিপুরের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
মিনায় দুর্ঘটনার পর খোঁজ মিলছে না খুলনার পিপুরের গোলাম কিবরিয়া পিপুর

খুলনা: সৌদি আরবের মিনায় দুর্ঘটনার পর থেকে খোঁজ মিলছে না খুলনা মহানগরীর দৌলতপুরের হজযাত্রী গোলাম কিবরিয়া পিপুরের (৩৭)। ওই দুর্ঘটনার পর থেকে তার সৌদিতে ব্যবহারের মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে।



রোববার (২৭ সেপ্টেম্বর) পিপুরের চাচা খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) সাবেক কাউন্সিলর শেখ রুহুল আমিন বাংলানিউজকে এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, গত ২৪ সেপ্টেম্বর মিনার বড় জামারাতে (প্রতীকী শয়তান) পাথর ছোড়ার সময় পদদলিত হয়ে সাত শতাধিক লোক নিহত হওয়ার ঘটনার পর থেকে পিপুরের ব্যবহার করা সৌদির মোবাইল নম্বরটি (+৯৬৬৫৯৩২৮৯৫৭০) বন্ধ পাওয়া যাচ্ছে।

পিপুর নগরীর দৌলতপুরের দেয়ানা বাউন্ডারি রোড এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। তিনি গত ১৭ সেপ্টেম্বর রাত ২টার একটি ফ্লাইটে হজ পালনের উদ্দেশে সৌদি যান। পিপুরের পাসপোর্ট নং বিই-০৪৮৭৭৪৭। হজ আইডি নং-১৩৬৬০৮২।

শেখ রুহুল আমিন বলেন, মিনার দুর্ঘটনার পর থেকে আমরা পিপুরের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। বিভিন্ন দফতর-বিভাগে যোগাযোগ করেছি। তার মোবাইল নম্বরটি বন্ধ থাকায় আমাদের দুঃশ্চিন্তা আরও বাড়ছে। পরিবারের সবাই উদ্বেগে সময় কাটাচ্ছেন।

এ বিষয়ে হজ দফতর, ধর্ম ও পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের ঊর্ধ্বতন বিভাগের সহযোগিতা কামনা করেন পিপুরের চাচা রুহুল আমিন।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এমআরএম/এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।