ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকামুখী যাত্রীদের চাপ সোমবার থেকে

সালাহ উদ্দিন জসিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
ঢাকামুখী যাত্রীদের চাপ সোমবার থেকে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে প্রিয়জনের সঙ্গে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি শেষে এবার কর্মক্ষেত্র ঢাকায় ফেরার পালা। তিন দিনের সরকারি ছুটি শেষে ইতিমধ্যেই ঢাকামুখী হতে শুরুও করেছেন কেউ কেউ।



রোববার (২৭ সেপ্টেম্বর) উত্তরবঙ্গের মানুষজনের যাতায়াতের বড় বাস টার্মিনাল গাবতলীতে গিয়ে এমন চিত্র দেখা গেছে।

তবে ঢাকায় ফেরার এ চিত্র স্বাভাবিক। এখানো চাপ শুরু হয়নি। আগামীকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) থেকে ঢাকামুখী মানুষের চাপ থাকবে বলে জানিয়েছেন বিভিন্ন বাস কাউন্টারের ব্যবস্থাপকরা।

সরেজমিন দেখা গেছে, ঈদ শেষে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন লোকজন। সকাল থেকে বাসপ্রতি ঢাকামুখী যাত্রী ছিল ৮/১০ জন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে এ সংখ্যা। দুপুর থেকে বাসপ্রতি যাত্রী ছিল ২৫-৩০ জন। তবে যাত্রীদের ভিড়ে বিকেল নাগাদ সব গাড়িই পূর্ণ থাকবে বলে বাস সংশ্লিষ্টদের ধারণা।

ঘড়ির কাটায় দুপুর সাড়ে ১২টা। রয়েল এক্সপ্রেসের একটি গাড়ি গাবতলী এসে পৌঁছেছে। এ গাড়ি থেকে দু’তিনজন যাত্রী নেমেছেন। এদের একজন আলমগীর (২৫)।

তার সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ি চুয়াডাঙ্গায়। সেনাবাহিনীর সৈনিক পদে চাকরি করেন। থাকেন বানানী সেনানিবাসে। ২১ সেপ্টেম্বর বাড়ি গেছেন। আজই চাকরিতে জয়েন করতে হবে, তাই চলে এসেছেন। তাকে বহনকারী রয়েল এক্সপ্রেসের একটি বাস ২৫-৩০ জন যাত্রী নিয়ে ঢাকায় এসেছে।

শ্যামলী পরিবহনের একটি বাসে পাবনার ভেড়ামারা থেকে এসেছেন সামছুল ইসলাম (৩৫)। বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। সোমবার অফিস করতে হবে, তাই আজই চলে এসেছেন। সামছুলকে বহনকারী গাড়িও প্রায় ২৫-৩০ জন যাত্রী নিয়ে এসেছে।

এদের দু’জনই অতিরিক্ত ভাড়া আদায়ের কোনো অভিযোগ করেননি। তারা বলছেন, ঈদ বোনাস হিসেবে অতিরিক্ত ১০০ টাকা নিচ্ছে। এটা নিতে পারে।

শ্যামলী পরিবহনের টিকিট কাউন্টারের ম্যানেজার রেজাউল করিম বাংলানিউজকে জানান, শনিবার (২৬ সেপ্টেম্বর) পর্যন্ত সব গাড়ি খালি ফিরেছে। আজ সকাল থেকে কিছু কিছু যাত্রী আসছে। বিকেল নাগাদ সব গাড়িই যাত্রী ভরে ফিরবে। আর সোমবার থেকে মূলত ঢাকামুখী যাত্রীদের চাপ থাকবে।

টিআর ট্রাভেলস’র টিকিট কাউন্টারের ম্যানেজার আব্দুস সাত্তার রোকন বাংলানিউজকে বলেন, টিআর ট্রাভেলস’র প্রতিটি বাস সকাল থেকে ৮/১০ জন করে ঢাকামুখী যাত্রী নিয়ে এসেছে। বিকেলে এটা বাড়বে। আগামীকাল থেকে চাপ থাকবে বলে তিনিও জানান।

একই অবস্থা হানিফ পরিবহনের সবগুলো বাসের, জানিয়েছেন হানিফের গাবতলী টিকিট কাউন্টারের ম্যানেজার মোহাম্মদ আলী।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এসইউজে/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।