ময়মনসিংহ: জেলার গৌরীপুর উপজেলার মইলাকান্দা এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে আপন দুই ভাই-বোন নিহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজিয়া (৫৫) ও রাসতিক (৫০)।
এলাকাবাসীরা জানান, সকালে তুচ্ছ ঘটনাক কেন্দ্র করে প্রতিবেশি ফয়েজ ও তার লোকজন রাজিয়া ও রাসতিকের উপর হামলা চালায় এবং তাদের ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে। এতে তারা গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় দুপুরে দু’জনই মারা যান বলে জানায় এলাকাবাসী।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশি ফয়েজ ও তার লোকজন ভাই-বোনকে মাথায় আঘাত করে। এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দুপুরে তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
বিএস