ভোলা: ভোলার বিনোদন কেন্দ্রগুলো দর্শনার্থীদের আগমনে জমে উঠেছে। ঈদ উপলক্ষে এসব স্থান নতুন রূপে সাজিয়ে তোলায় দর্শনার্থীদের আগ্রহ বেড়ে গেছে।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত নারী-পুরুষ, তরুণ-তরুণী , শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের ঢল নামছে। সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসছে মানুষ। আরো বেশ কিছুদিন মানুষের ঢল থাকবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, ছবি তোলা, প্রিয়জনের সাথে হাঁটা, নৌকায় ঘুরে বেড়ানো আর ছোটদের নাগর দোলা নিয়েই দ্বীপজেলা ভোলার তুলাতলী ও সরকারি স্কুল মাঠ এখন বিনোদনের অন্যতম কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
এসব বিনোদন কেন্দ্রে এসেই নদীর উত্তাল ঢেউ, নির্মল বাতাস আর বাহারি প্রকৃতি দেখছে মানুষ। ঈদ উপলক্ষে তুলাতলীকে নতুন রূপে সাজানো হয়েছে। সরকারি স্কুল মাঠ মুগ্ধ করছে দর্শনার্থীদের।
![](files/September2015/September27/bhola_binodon1_914313816.jpg)
তুলাতলীতে ঘুরতে আসা তরুণী সারমিন আক্তার, নাজমা ও নিহার বলেন, তুলাতলীর সৌন্দর্য যেকোন মানুষকে মুগ্ধ করবে। অনেক দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে।
দৌলতখান থেকে আগত এক তরুণী বলেন, আগে বহুবার তুলাতলীর নাম শুনেছি। প্রথমবার এসেই ভালো লেগে গেছে। এখানকার পরিবেশ আরেকটু ভালো হলেই আরো মানুষের সমাগম ঘটবে।
তুলীতলীতে নৌকায় ঘুরছে তরুণ-তরুণীরা। খেলায় মেতে উঠছে ছোট ছোট শিশু-কিশোর। তাদের জন্য নাগরদোলাসহ বিভিন্ন বিনোদনের ব্যবস্থা রয়েছে। এছাড়া আগত মানুষের জন্য বসার স্থান, ছাতা ও কুড়ে ঘর রয়েছে। সেখানে শত শত মানুষ আড্ডায় মেতে উঠছে।
দর্শনার্থীরা জানায়, তুলাতলী দেখতে অনেকটা কুয়াকাটার মতোই। তাই পর্যাপ্ত নিরাপত্তা, স্বচ্ছ পরিবেশ, বিনোদনের উপকরণসহ অবকাঠামো উন্নয়ন করা হলে এখানে আরো বেশি মানুষের সমাগম ঘটবে। জেলায় উল্লেখযোগ্য কোনো বিনোদন কেন্দ্র না থাকায় এসব স্পটই এখন ভরসা।
পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামানের একান্ত প্রচেষ্টায় ভোলা শহরের সরকারি স্কুল মাঠ এখন নতুন এক বিনোদন কেন্দ্র বিন্দুতে পরিণত হয়েছে। সেখানে হাজারো মানুষের ভীড়। ছোট ও বড়দের জন্য সব ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। এখানে ঈদ উৎসব ছাড়াও ছুটির দিনে মানুষের সমাগম ঘটে। তবে, ঈদে মানুষের ঢল নেমেছে। বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। চলছে গানের অনুষ্ঠান।
![](files/September2015/September27/bhola_binodon2_576589480.jpg)
এছাড়াও ভোলার শিশু পার্ক, খেয়াঘাট ব্রিজ, ভেলুমিয়ার শেষ মাথা, চরসামাইয়া ব্রিজ, হাকিমুদ্দিন সিসি ব্লক ও চরফ্যাশনের ফ্যাশন স্কয়ারে বিনোদন প্রিয় মানুষ ভিড় করছে।
ভোলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান মনির বাংলানিউজকে জানান, ঈদে আগত দর্শনার্থীদের জন্য পর্যটন স্টপগুলোতে নিরাপত্তার জন্য পুলিশ কাজ করছে। অপ্রীতিকর ঘটনা, উত্ত্যক্তসহ সব ধরনের অপরাধ দমনে সাদা, পোশাকধারী ও নারী পুলিশ মোতায়ের রয়েছে।
ভোলার জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, দ্বীপ জেলায় পর্যটন কেন্দ্রের উন্নয়নে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। অচিরেই ভোলা হবে দেশের অন্যতম একটি পর্যটন এলাকা যেখানে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ ছুটে আসবে।
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এমজেড