গোপালগঞ্জ: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, এ দেশে জঙ্গিবাদের কোনো স্থান নেই। জঙ্গিবাদ নির্মূলে র্যাবকে আরও আধুনিকায়ন করা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে র্যাব সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণে এটি হচ্ছে আমাদের প্রিমিয়াম এলিট ফোর্স। আমরা বাংলাদেশকে কখনো জঙ্গিবাদের উর্বর ক্ষেত্রে পরিণত হতে দিতে চাই না।
রোববার বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জ ক্লাব লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
র্যাব মহাপরিচালক বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ দেশ জঙ্গিবাদ মুক্ত করার জন্য র্যাব ক্রমাগত কাজ করে যাচ্ছে। এ জন্য র্যাবকে আমরা প্রতিনিয়ত আধুনিকায়ন করছি। এটি একটি চলমান প্রক্রিয়া।
এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুর মোহাম্মদ দুলু সিকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী লিয়াকত আলী লেকু, সাবেক পৌর মেয়র হাসমত আলী সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী মৃণাল কান্তি রায় চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক আক্রামুজ্জামান আক্রাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাসবিরুল হুদা বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে তিনি ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ শহরের মান্দারতলায় এ ক্লাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
পিসি/