ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
বগুড়ায় বিশ্ব পর্যটন দিবস উদযাপন ছবি: অারিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: ‘শতকোটি পর্যটক, শতকোটি সম্ভাবনা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় বিশ্ব পর্যটন দিবস-২০১৫ উদযাপিত হয়েছে। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ পর্যটন করপোরেশনের আয়োজনে দিবসটি উদযাপন করা হয়।


 
রোববার (২৭ সেপ্টেম্ব) সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এ উপলক্ষে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের সাতমাথাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
 
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খোরশেদ আলম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুর রহমান দুলু, বগুড়া জিলা স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী প্রমুখ।
 
এছাড়া র‌্যালিটিতে জেলা প্রশাসন ও পর্যটন করপোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিকদলের নেতারা ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।