ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
মিরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় নারীর মৃত্যু

চট্টগ্রাম (মিরসরাই): প্রতিপক্ষের হামলায় মিরসরাইয়ের ধুম ইউনিয়নে ফরিদা খাতুন (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

ফরিদা খাতুন ধুম ইউনিয়ের নাহেরপুর গ্রামের রমজান আলির বাড়ির কবির আহাম্মদের স্ত্রী।



রোববার(২৭ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে। ধুম ইউপি সদস্য সিরাজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সামান্য কথা কাটাকাটির জের ধরে প্রতিবেশী হুদা মিয়া নামে এক ব্যক্তি ফরিদা খাতুনের ওপর হামলা চালায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফরিদার মৃত্যু হয়। হুদা মিয়া একই বাড়ির ফয়েজ আহম্মদের জামাতা (মেয়ের জামাই) এবং মধ্যম ধুম আমান উল্লার বাডির ফকির আহাম্মদের ছেলে।

জোরারগঞ্জ থানার উপপরিদর্শক(এসআই) বিপুল দেবনাথ বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।