ঢাকা: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে সাফল্য বিষয়ক আন্তর্জাতিক ফোরামে অংশ নিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করবেন।
সূত্র জানায়, এ ফোরামে তিন সদস্যের বাংলাদেশি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
প্রতিনিধিদলের সদস্যরা হলেন- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. জাহিদ মালেক এবং শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ।
জাতিসংঘের ৭০তম সাধারণ সভার অংশ হিসেবে ২৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এ ফোরাম অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও হাঙ্গেরির যৌথ উদ্যোগে এ ফোরামের আয়োজন করা হয়েছে।
এতে সুপেয় পানির নিশ্চয়তা বিধান, নিরাপদ পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে করণীয় নির্ধারণের পাশাপাশি স্বাস্থ্যখাতে নারীর সুযোগ বৃদ্ধি এবং শিল্পবর্জ্য থেকে পানি দূষণ প্রতিরোধের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হবে।
অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে অংশ নিয়ে এসডিজির বিভিন্ন বিষয়ের লক্ষ্য অর্জনে নানা দিক নিয়ে আলোচনা করবেন শিল্পমন্ত্রী।
এছাড়া শিল্পমন্ত্রী ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত ‘টেকসই উন্নয়নের জন্য বিশ্ব অংশীদারিত্ব’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন বলেও মন্ত্রণালয় সূত্র জানায়।
বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
ইউএম/এমএ