ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

সিএইচসিপি চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
সিএইচসিপি চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন

চাঁদপুর: প্রস্তাবিত ট্রাস্ট আইন ২২(খ) বাতিল ও চাকরি জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখা।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনের প্রায় দুইশো জন সিএইচসিপি কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।

‌এর আগে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম।

এ সময় আর‍ও বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএমএ’র সভাপতি ডা. হারুনুর রশিদ সাগর, সংগঠনের সভাপতি রিয়াদ খান, সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ২০০৮ সালে ক্ষমতায় আসার পর  গ্রামাঞ্চলের দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ১৩ হাজার ৮১৩ জন হেলথ প্রোভাইডার নিয়োগের মাধ্যমে ফের কমিউনিটি ক্লিনিকগুলো চালু করলেও তাদের চাকরির মেয়াদ রাখা হয় ২০১৬ সাল পর্যন্ত। এই সময়ের মধ্যে হেলথ প্রোভাইডারদের চাকরি জাতীয়করণ না কর‍া হলে, তারা আর সরকারি চাকরির সুযোগ পাবে না।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।