রাজবাড়ী: রাজবাড়ীর গোয়ালন্দ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন গণেশ পাল এবং আজু শিকদার সাধারণ সম্পাদক হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে প্রেসক্লাব কার্যালয়ে নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ, প্রবীণ শিক্ষক নির্মল কুমার চক্রবর্তী ও আইনজীবী অ্যাডভোকেট আব্দুস সাত্তারকে নিয়ে গঠিত নির্বাচনী কমিটি নতুন সদস্যদের নাম ঘোষণা করেন।
কমিটিতে দৈনিক ইনকিলাবের নজরুল ইসলাম ও যুগান্তরের শামীম শেখ সহ সভাপতি আর যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক আমার দেশের আক্তারুজ্জামান মৃধা।
এছাড়া কোষাধ্যক্ষ পদে আলোকিত বাংলাদেশের উদয় দাস, দপ্তর সম্পাদক পদে নয়াদিগন্তের মেহেদুল হাসান আক্কাছ নির্বাচিত হয়েছেন।
এ সময় ঢাকা রিপোর্টার্স ইউনিটির অর্থ সম্পাদক মো. আশরাফুল ইসলাম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এমএ/