ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

মিনা ট্র্যাজেডি

‘মাকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু হয়’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
‘মাকে বাঁচাতে গিয়ে বাবার মৃত্যু হয়’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: ‘বৃহস্পতিবার গভীর রাতে সৌদি আরব থেকে হজ দলের মোয়াল্লেম তৌহিদুল ইসলাম মোবাইল ফোনে জানান, আমার বাবা কুরমত আলী(৭০) পদদলিত হয়ে মারা গেছেন। তবে সঙ্গে যাওয়া আমার মা আসমা খাতুন সুস্থ আছেন।

আমার মাকে বাঁচাতে গিয়ে বাবা পদদলিত হয়ে মারা যান। ’

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বোচাগঞ্জের ছাতইল গ্রামে অবস্থিত কুরমত আলীর বাড়িতে বাংলানিউজকে এভাবেই বলছিলেন তার ছেলে মো. কামাল হোসেন। কুরমত আলীর মৃত্যুর খবরে তার বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।  

কামাল হোসেন বলেন, বাবার মৃত্যুর সংবাদ পেয়ে রোববার সকাল থেকে আমাদের বাড়িতে এলাকার আশপাশের মানুষ ও আত্মীয়স্বজনরা আসছেন।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
পিসি/

** মিনায় দুর্ঘটনার পর খোঁজ মিলছে না খুলনার পিপুরের

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।