ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
চাঁদপুরে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা

চাঁদপুর: বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে চাঁদপুরে তিন দিনব্যাপী ‘উন্নয়ন মেলা’ শুরু হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা সদর উপজেলায় স্টেডিয়াম চত্বরে, হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এবং হাইমচর উপজেলা অডিটোরিয়ামে একযোগে এ মেলার উদ্বোধন করা হয়।



মেলায় একটি বাড়ি একটি খামার, প্রধান মন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচির সফলতা তুলে ধরা হয়।

সদর উপজেলায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলার পুলিশ সুপার (এসপি) শামসুন্নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মো. সাজ্জাদ হোসেন ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জে উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আ. রশিদ মজুমদার ও হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম. সরোয়ার কামাল বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।