সুনামগঞ্জ: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজারে বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সম্মেলনকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধর্মপাশা উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুল হকের বরাত দিয়ে এ বিষয়ে মধ্যনগর বাজারে মাইকিং করা হয়েছে।
সোমবার(২৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাসানুজ্জামান, সোমবার ধর্মপাশা উপজেলা বিএনপি’র মোতালেব গ্রুপ ও একই উপজেলার ডা. রফিক গ্রুপ মধ্যনগর বাজারে মধ্যনগর থানা বিএনপি’র সম্মেলনের ডাক দেয়। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলা প্রশাসন মধ্যনগর বাজারে ১৪৪ ধারা জারি করেছে।
বাংলাদেশ সময়: ২০৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
পিসি/