ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ভোলার নিখোঁজ মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
ভোলার নিখোঁজ মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার আসাদ হোসেন

ভোলা: ভোলা সদরের মেঘনায় নিখোঁজের ৪ দিন পর আসাদ হোসেন (২৩) নামে এক মৎস্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ইলিশা পুরাতন ফেরিঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।



আসাদ বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ইয়ারবাদ গ্রামের আক্তার হোসেনের ছেলে। তিনি ঢাকার কেরানীগঞ্জে মাছের ব্যবসা করতেন।

ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (এসআই) বশির আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পরিবারের সঙ্গে ঈদ করতে বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার সদরঘাট থেকে সুন্দরবন-৬ লঞ্চযোগে গ্রামের বাড়িতে যাচ্ছিছিলেন আসাদ। গভীর রাতে লঞ্চ থেকে নদীতে পড়ে গিয়ে তিনি নিখোঁজ হন। আজ বিকেলে মেঘনায় নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। সন্ধ্যার দিকে পরিবারের সদস্যরা তার মরদেহ শনাক্ত করে নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।