ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে মোটরসাইকেল চালাতে গিয়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
গৌরনদীতে মোটরসাইকেল চালাতে গিয়ে কিশোরের মৃত্যু

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া এলাকায় মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শাহাদাত খলিফা (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃত শাহাদাত খলিফা উপজেলার বোরাদি গরঙ্গল গ্রামের নূরুল ইসলাম খলিফার ছেলে।

মৃতের প্রতিবেশী নলচিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জামাল ফকির বাংলানিউজকে জানান, ঢাকা থেকে ঈদের ছুটিতে শাহাদাত গ্রামের বাড়িতে বেড়াতে আসে। দুপুরে প্রতিবেশীর মোটরসাইকেল নিয়ে চালাতে শুরু করে। হঠা‍ৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে পাশের ডোবায় পড়ে যায় সে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। সেখানে তার অবস্থা অবনতি হলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ৩টার দিকে তার মৃত্যু হয়।

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বাংলানিউজকে জানান, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।