ভোলা: চাকরি জাতীয়করণের দাবিতে ভোলায় অবস্থান কর্মসূচি, মৌন মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) অ্যাসোসিয়েশন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শহরের উকিল পাড়া থেকে অ্যাসোসিয়েশনের সদস্যরা একটি মৌন মিছিল নিয়ে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করে।
সমাবেশ থেকে বক্তারা প্রস্তাবিত ট্রাস্ট আইন বাতিল ও চাকরি জাতীয়করণের দাবি জানান। একই সঙ্গে আগামী সাত দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।
অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি মোহাম্মদ নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মাকসুদুর রহমান, সদস্য জসিম উদ্দিন, আমির হোসেন, মোকাম্মেল হোসেন, ইকবাল হোসেন, ইমরান করিম সোহাগ, ফয়সাল হোসেনসহ ভোলা জেলার ৭টি উপজেলার ২১৫জন সদস্য এ সময় উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এটি