ঢাকা: গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোস্তফা কামাল (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নয়নপুর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কামাল উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, নয়নপুর বাজারে ইউটার্ন করার সময় একটি তেলবাহী ট্যাংক লরি মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মহাসড়কের পাশে ছিটকে পড়ে যায় মোটরসাইকেলটি।
গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী মোস্তফা কামাল। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে মারা যান তিনি।
এস আই দেলোয়ার হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক ট্যাংক লরিটি আটক করা হয়েছে। তবে পালিয়ে গেছেন চালক ও তার সহকারী।
এ বিষয়ে থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এমএ/