বরিশাল: বরিশালের মুলাদি উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিপন শেখ (২৫) নামে এক যুবক মারা গেছেন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
রিপন ফরিদপুর জেলার পরাণপুর এলাকার নান্নু শেখের ছেলে।
মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বাংলানিউজকে জানান, ঈদ উপলক্ষে মুলাদির সদরে দিবা-রাত্রী ফুটবল খেলার আয়োজন করে স্থানীয়রা। সেখানে আলোর ব্যবস্থার করার জন্য ফরিদপুরের রিপন শেখকে নিয়ে আসা হয়।
দুপুরে খেলা না হওয়ায় রিপন বাল্ব খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এএটি/এটি