ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

রামেক হাসপাতালে বৃদ্ধের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
রামেক হাসপাতালে বৃদ্ধের মরদেহ ছবি: প্রতীকী

রাজশাহী: অজ্ঞাত (৫৫) পরিচয়ে এক বৃদ্ধের মরদেহ নিয়ে বিপাকে পড়েছেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল কর্তৃপক্ষ।

গত ১৯ সেপ্টেম্বর দুপুর সোয়া ১২টার দিকে কয়েকজন লোক ওই বৃদ্ধকে হাসপাতালে রেখে যান।

পরে হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেন হাসপাতাল কর্তৃপক্ষ।

কিন্তু চিকিৎসাধীন অবস্থায় ২৭ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে ওই বৃদ্ধের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্র জানায়, হাসপাতালে ভর্তির পর ৮ দিনেও ওই বৃদ্ধের খোঁজ নিতে কোনো স্বজন আসেন নি। এমনকি মৃত্যুর একদিন পেরিয়ে গেলেও হাসপাতাল যানেনি কেউ।

রামেক হাসপাতাল মর্গের দায়িত্বে থাকা নগরীর রাজপাড়া থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খবির উদ্দিন বাংলানিউজকে জানান, ওই বৃদ্ধের গায়ের রঙ শ্যামলা ও পরণে চেক লুঙ্গি ছিল।

বর্তমানে তার মরদেহ হাসপাতালের হিমঘরে রয়েছে জানিয়ে তিনি বলেন, দু’একদিন পরিচয়ের অপেক্ষায় রাখার পর ময়নাতদন্ত শেষে তার মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে মফিদুল ইসলামকে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এসএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।