বরিশাল: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকার করায় বরিশালে ১৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তাজিমুর রহমান ও সৈয়দ এ জেড মোরশেদ আলীর পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ সাজা দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে ইমরান, আরিফ, আনিস ফকির, আইয়ুব আলী, মামুন হাওলাদার, সেলিম, মারুফ, রাসেল, ইয়ার হোসেন, দুলাল হোসেন ও হাবিবুর রহমানের নাম জানা গেছে।
মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জল কুমার দে বাংলানিউজকে জানান, রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকার করার দায়ে ৮ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত জেলেদের ৩ মাস করে কারাদণ্ডের আদেশ দেন।
বাবুগঞ্জ থানার ওসি মো. মাহাবুবুর রহমান জানান, বাবুগঞ্জ উপজেলাধীন বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ইলিশ শিকারের চেষ্টাকালে ৩ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ১ মাস করে কারাদণ্ড দেয়।
অপরদিকে, বানারীপাড়া উপজেলা মৎস্য কর্মকর্তা মুক্তা রানী সরকার জানান, ইলিশ শিকারের দায়ে সন্ধ্যায় নদীতে অভিযান চালিয় ৫ জেলেকে আটক করা হয়। পরে তাদের ৩ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা ও একজনকে দেড় হাজার টাকা জরিমানা করেন। এ সময় চার হাজার মিটার জাল জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এএটি/এসআর