চাঁদপুর: চাঁদপুর সদর ও হাইমচর উপজেলায় মেঘনা নদীতে ইলিশ শিকারের দায়ে সাত জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে পৃথক দু’টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এসব দণ্ডাদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল রাশেদ ও কাজী মোহসীন উজ্জল।
চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বাংলানিউজকে জানান, দুপুরে সদর উপজেলার হরিণা ঘাট মেঘনা নদী থেকে শরীয়তপুর জেলার সখিপুরের আলী, মোল্লার কান্দির ফরিদ হোসেন, আরিফ হাওলাদার ও স্বপনকে আটক করে চাঁদপুর নৌ-পুলিশের সদস্যরা।
প্রায় একই সময়ে হাইমচর উপজেলার চর মণিপুরে মেঘনায় অভিযান চালিয়ে উপজেলার রামদাসদির আবদুর রহমান, ফারুক হোসেন, আল আমিন ও জাবেদ হোসেনকে আটক করা হয়।
বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল রাশেদ ফরিদ, আরিফ ও স্বপনকে এক বছর করে কারাদণ্ড দেন এবং জব্দ করা ৫ হাজার বর্গমিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলেন।
অন্যদিকে, আটক রহমান, ফারুক, আল-আমিন ও জাবেদকে একই এক বছর করে কারাদণ্ডাদেশ নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মহসীন উজ্জল।
চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, দণ্ডাদেশপ্রাপ্তদের কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এমজেড