বরগুনা: নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার ও পরিবহনের দায়ে বরগুনায় তিন জেলেকে জরিমানা করা হয়েছে।
এ সময় ৮ হাজার ৮শ মিটার কারেন্ট জাল ও ২৭ কেজি ইলিশ জব্দ করে মৎস্য বিভাগ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে রাত ৮টা পর্যন্ত মৎস্য বিভাগের কর্মকর্তারা এ অভিযান চালায়।
পাথরঘাটা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুরাদ হোসেন প্রামাণিক বাংলানিউজকে জানান, পাথরঘাটা এলাকায় নদীতে মাছ শিকারের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মনির হোসেনকে (৩০) ৫ হাজার টাকা, ইলিশ পরিবহনের দায়ে মো. জাহাঙ্গিরকে (৩৫) ৪ হাজার টাকা এবং শ্যামল বিশ্বাসকে (৩০) ২ হাজার টাকা জরিমানা করা হয়।
বরগুনার ভারপ্রাপ্ত জেলা মৎস্য কর্মকর্তা আলফাজ উদ্দিন শেখ জানান, জেলাব্যাপি মৎস্য বিভাগের কর্মকর্তারা অভিযান পরিচালনা করছেন। এছাড়া বিভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, আড়ৎ ও মৎস্যঘাট পরিদর্শন করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এএটি/এসআর