গাজীপুর: গাজীপুরের কালিগঞ্জ উপজেলার কুলথুন এলাকা থেকে মাদক বিক্রির সময় এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মামুন (২৬)।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে কালিগঞ্জের কুলথুন এলাকায় একটি হাসপাতালের পাশে মাদক বিক্রির সময় মামুনকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৫ বোতল ফেন্সিডিল ও ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদক ব্যবসায়ী মামুন গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী মিস্টি বিতরণ করেন বলেও জানা যায়।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
আইএ/