ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে প্রেমিকসহ চারজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলের এই ঘটনার পর কিশোরীর পরিবারের অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত চারজনকে আটক করা হয়।
ওই চারজন হলেন- কিশোরীর প্রেমিক শুভ (২৫), তার বন্ধু সোহেল রানা (২৫), মিরাজ (২০) ও বাবুল (৪৫)। এদের মধ্যে সোহেল রানা কিশোরীকে ধর্ষণ করেন, আর মিরাজ ও বাবুল ধর্ষণের দৃশ্য ভিডিও করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, শুভর সঙ্গে ওই কিশোরীর প্রেম ছিল। রোববার শুভ কৌশলে ওই মেয়েকে তার বাসায় ডেকে নিয়ে যায়। এরপর তার বন্ধু সোহেল রানা কিশোরীটিকে ধর্ষণ করে। সেই দৃশ্য ভিডিও করে বাবুল ও মিরাজ।
ওসি আরও জানান, বিকেলের ওই ঘটনার অভিযোগ পেয়েই চার অভিযুক্তকে আটক করে পুলিশ।
কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হবে জানিয়ে মিজানুর রহমান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২৩১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এজেডএস/এইচএ/