সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সলঙ্গা উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত একটি ভটভটি উল্টে খাদে পড়ে চালকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঘুড়কা-সলঙ্গা আঞ্চলিক সড়কের বাসুদেব কোল এলাকা থেকে চালক রাশেদুল ইসলামের (২৪) মৃতদেহ উদ্ধার করা হয়।
তিনি উপজেলার বনবাড়ীয়া গ্রামের মনছুর রহমান প্রামাণিকের ছেলে।
সলঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, সোমবার রাতের কোনো এক সময়ে যাত্রীবিহীন ভটভটি চালিয়ে বাড়ি ফিরছিলেন চালক রাশেদুল। ভটভটিটি ঘটনাস্থলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে মৃত্যু হয় তার।
সকালে ভটভটির নিচ থেকে মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করে।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসআর