ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ২৩ জেলের ১ বছর করে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
চাঁদপুরে ২৩ জেলের ১ বছর করে কারাদণ্ড ছবি: প্রতীকী

চাঁদপুর: সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে ইলিশ শিকার করায় চাঁদপুরের ২৩ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার  (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় চাঁদপুর নৌ-পুলিশ ফাঁড়িতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কামাল মো. রাশেদ।



এরআগে বেলা সাড়ে ১১টা পর্যন্ত নৌ পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মেঘনার লগ্গীমারার চর থেকে শুরু করে হাইমচর পর্যন্ত আলুর বাজার, হরিণা, চরভৈরবী এলাকা থেকে এ জেলেদের আটক করে।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন, মো. মনসুর (২৪), কালু বেপারী (৩৫), রুহুল আমিন বেপারী (৪০), হাসান বেপারী (২৫), শাহ আলম (৩০), মো. হাবিব (২০), আবুল কাশেম (২৩), ওসমান গণি (২৩), মনির হোসেন (১৮), আ. হালিম (২১), ছিদ্দিক আলী (২৭), সেলিম খান (৩৫), অলি উল্যাহ বেপারী (২৮), ইমান গাজী (২০), হারুন (২২), আবদুস সালাম (৩০), লিটন (২৫), মো. রিপন (৩৮), শহীদ উল্যাহ (২৬), মো. জয়নাল (১৮), নজরুল ইসলাম (৩৭), কালু মিয়া (৩২) ও মো. হাশিম (৪০)।

চাঁদপুর নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বিএম নুরুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

চাঁদপুরের নৌ পুলিশ সুপার মো. শাহরিয়ার জানান, মা ইলিশ রক্ষার্থে আগামী ৯ অক্টোবর পর্যন্ত তাদের এ অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ০১৫
এসআর

** বরিশালে ১৩ জনের জেল-জরিমানা
** বরগুনায় ইলিশ-জাল জব্দ, ৪ জনের জরিমানা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।