ঢাকা: রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় গুলশান থানায় এ মামলা দায়ের করা হয়।
মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির জানান, নিহতের সহকর্মী হেলেন ভেলেন্না বিক থানায় এসে মামলাটি (নং: ৬৮/১৫) করেছেন। মামলায় অজ্ঞাত পরিচয় তিনজনকে আসামি করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানের কূটনৈতিকপাড়ায় ইতালির নাগরিক তাবেলা সিজারকে (৫০) গুলিতে হত্যা করে দুর্বত্তরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় তিন যুবক মোটরসাইকেলে তাকে অনুসরণ করে। যুবকদের দু’জন মোটরসাইকেল থেকে নেমে পরপর তিনটি গুলি ছোড়ে। তিনটি গুলিই শরীরে বিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় লোকজন ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নিহত তাবেলা সিজার ঢাকায় নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান আইসিসিও-বিডি’র প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। গত মে মাসে তিনি এ প্রতিষ্ঠানে যোগ দেন। তাবেলা সিজার রাজধানীর গুলশান-২ এর ৫৪/৫১ কর্নার প্লটের বি/৫ অ্যাপার্টমেন্টে থাকতেন।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এনএ/জেডএফ/এএসআর