ঢাকা: গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইতালির নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন উঠেছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে মনে করছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেছেন, ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যাকাণ্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলের বাংলাদেশ সফরে নিরাপত্তার সম্পর্ক জড়িত আছে বলে আমি মনে করি না।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ ঘটনার পর সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ নামের একটি মার্কিন ওয়েবসাইটে আইএস জড়িত থাকার কথা বলা হয়েছে। কিন্তু আমরা এখনও পর্যন্ত এ ধরনের কোনো তথ্যের সত্যতা পাইনি।
মন্ত্রী জানান, আন্তর্জাতিক সংস্থা আইসিসিও’তে কাজ করতেন নিহত তাবেলা সিজার। তার সহকর্মী বাদী হয়ে গুলশান থানায় একটি মামলা করেছেন। হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ ও ডিবি’র কর্মকর্তারা সর্বোচ্চ চেষ্টা করছেন।
মন্ত্রী বলেন, জঙ্গি গোষ্ঠি বা অন্য কোনো সংস্থা, কিংবা ব্যক্তিগত কারণে এটা ঘটেছে কি-না তা সব আমরা তদন্ত করে দেখবো।
নিবিড়ভাবে তদন্ত কাজ চালানো হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আশা করি, অচিরেই আমরা হত্যাকারীদের শনাক্ত করতে পারবো। এটা নিয়ে অনেক কিছুই বলা হচ্ছে। কিন্তু দেশের মানুষ এসব কাণ্ড ঘৃণা করে।
দেশে জঙ্গি বা আইএস’র সঙ্গে জড়িত ২২ জন আটক হয়েছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সন্দেহ হলেই আইন-শৃঙ্খলা বাহিনী তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে। আইন-শৃঙ্খলা বিঘ্নকারীদের ব্যাপারে কোনো ছাড় নেই।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশানের কূটনৈতিকপাড়ায় ইতালির নাগরিক তাবেলা সিজারকে (৫০) গুলিতে হত্যা করে তিন দুর্বত্ত।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুলশান-২ এর ৯০ নম্বর সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় ওই তিন যুবক মোটরসাইকেলে তাকে অনুসরণ করে। যুবকদের দু’জন মোটরসাইকেল থেকে নেমে পরপর তিনটি গুলি ছোড়ে। তিনটি গুলিই শরীরে বিদ্ধ হলে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয় লোকজন ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা সাতটার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
নিহত তাবেলা সিজার ঢাকায় নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান আইসিসিও-বিডি’র প্রকল্প ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। তিনি গুলশান-২ এর ৫৪/৫১ কর্নার প্লটের বি/৫ অ্যাপার্টমেন্টে থাকতেন।
বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এমএম,এসএস/জেডএফ/এএসআর