বেনাপোল(যশোর): যশোরের বেনাপোলে শ্বশুরবাড়ি থেকে ওবাইদুর(৪৫) নামে একব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার(২৯ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বেনাপোলের গয়ড়া গ্রামে সৎ শাশুড়ির ঘর থেকে পোর্ট থানা পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে।
ওবাইদুর পিরোজপুরের নাজিরপুর থানার চিতালিয়া গ্রামের শাহাজান শেখের ছেলে।
পুলিশ জানায়, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় গয়ড়া গ্রামের আজিজ মোল্লার স্ত্রী মেহেরুন নেছার(শাশুড়ি) ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া ওবাইদুরের মৃতদেহ ঝুলছে। এক সপ্তাহ আগে স্ত্রীকে নিয়ে এখানে বেড়াতে আসেন তিনি।
বেনাপোল পোর্ট থানার পরিদর্শক(তদন্ত-ওসি) খন্দকার শামিম উদ্দীন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।
বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসআর