ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

জাতীয়

ইতালির নাগরিক হত্যায় ব্রিটিশ হাইকমিশনারের নিন্দা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
ইতালির নাগরিক হত্যায় ব্রিটিশ হাইকমিশনারের নিন্দা

ঢাকা: রাজধানীর গুলশানে দুর্বৃত্তের গুলিতে ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।



বিজ্ঞপ্তিতে হাইকমিশনার বলেন, নেদারল্যান্ডসভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান আইসিসিও-বিডি’র প্রকল্প ব্যবস্থাপক তাবেলা সিজারকে হত্যার এ ঘটনা কাপুরুষোচিত। একজন স্বেচ্ছাসেবকের ওপর এমন হামলার ঘটনা ভীতিকরও।

এসময় তাবেলা সিজারের পরিবার, আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন রবার্ট ডব্লিউ গিবসন।

উল্লেখ্য, সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় গুলশান-২ এর ৯০ নম্বর সড়ক দিয়ে হেঁটে যাওয়ার সময় তাবেলা সিজারকে (৫০) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
জেপি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।