আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি মাছের আড়তে অভিযান চালিয়ে প্রায় ৯০ কেজি মা ইলিশ ও বিক্রি নিষিদ্ধ ৩০ কেজি পিরানহা মাছ জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুল হাসান মোল্লার নির্দেশে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. সলিমুল্লাহ্ আশুলিয়ার বাইপাইল মৎস্য আড়তে অভিযান চালিয়ে মাছগুলো জব্দ করেন।
উপজেলা সিনিয়র মৎস্য বিষয়ক কর্মকর্তা সলিমুল্লাহ্ বাংলানিউজকে বলেন, ২৫ সেপ্টেম্বর থেকে ০৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রধান প্রজনন মৌসুম নির্ধারণ করা হয়েছে। এ সময়ে মৎস্য সংরক্ষণ আইনে সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও বিক্রি দণ্ডনীয় অপরাধ। এ বিধিবদ্ধ আইন অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী ও জেলে অবাধে ইলিশ বিক্রি করছেন।
অবৈধভাবে ইলিশ নিধন রোধে আশুলিয়ার বাইপাইল মৎস্য আড়তে অভিযান চালিয়ে প্রায় ৯০ কেজি ইলিশ ও বিক্রি নিষিদ্ধ ৩০ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।
তবে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অসাধু বিক্রেতারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
জব্দকৃত মাছগুলো পরে সাভারের চারটি মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
ইলিশ বিক্রি বন্ধে আগামী ০৯ অক্টোবর পর্যন্ত বিভিন্ন মাছের বাজার ও আড়তে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
অভিযান পরিচালনার সময় সাভার মৎস্য অফিসের অন্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
এসএনএইচ/জেডএস