ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে মেডিকেল ভর্তিচ্ছুদের কর্মসূচিতে পুলিশের বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
রাজশাহীতে মেডিকেল ভর্তিচ্ছুদের কর্মসূচিতে পুলিশের বাধা

রাজশাহী: মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার ফলাফল বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার দাবিতে রাজশাহীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মানববন্ধনে আবারো বাধা দিয়েছে পুলিশ।

শুক্রবার (০২ অক্টোবর) সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে মানববন্ধনের আয়োজন করেন ভর্তিচ্ছুরা।



মানববন্ধনে পুলিশের বাধা পেয়ে রাজশাহী কলেজের শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে থেকে নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল ১০টায় রাজশাহী মেডিকেল কলেজের সামনে জড়ো হয়ে মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মানববন্ধনের প্রস্তুতি নিচ্ছিল। এ সময় একদল পুলিশ সেখানে গিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যানার কেড়ে নেয়ার চেষ্টা করে।

পুলিশের বাধার মুখে সেখানে শিক্ষার্থীদের মানববন্ধন পণ্ড হয়ে যায়। পরে সেখানে মানববন্ধন না করা শর্তে শিক্ষার্থীদের ব্যানার ফিরিয়ে দেয় পুলিশ। এরপর শিক্ষার্থীরা সেখান থেকে এসে রাজশাহী কলেজের শহীদ মিনারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশ থেকে  শনিবার (০৩ অক্টোবর) মেডিকেল কলেজের সামনে আবারো মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

একই দাবিতে বৃহস্পতিবার (০১ অক্টোবর) বিক্ষোভ কর্মসূচিতেও পুলিশ বাধা দিলে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের  ধস্তাধস্তির ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।