শরীয়তপুর: শরীয়তপুরের জাজিরা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সামাদ মাদবর (৬৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে তার ছোট ভাই মোতালেব মাদবর ও তার লোকজন।
বৃহস্পতিবার (০১ অক্টোবর) রাত ৮টায় চর খোড়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
পরে বিক্ষুব্ধ লোকজন মোতালেব মাদবর ও অপর ভাই হালিম মাদবরের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করে।
এলাকাবাসী ও পুলিশ সুত্র জানায়, চর খোড়াতলা গ্রামের সামাদ মাদবরের সঙ্গে তার ছোট ভাই মোতালেব মাদবরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। বৃহস্পতিবার রাতে সামাদ মাদবর পাশের আজিজুল হক মাদবরের দোকান থেকে বাড়ি ফেরার পথে লোকজন নিয়ে তাকে কুপিয়ে জখম করেন ছোট ভাই মোতালেব মাদবর।
এ সময় সামাদ মাদবরের ডাক-চিৎকার লোকজন এসে তাকে উদ্ধার করে। এর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রাতেই পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।
এদিকে, সামাদ মাদবরকে হত্যার খবর পেয়ে বিক্ষুদ্ধ লোকজন তার ছোট ভাই মোতালেব মাদবর ও হালিম মাদবরের বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এছাড়া হত্যাকাণ্ডে জড়িতদের আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এসআর