গোপালগঞ্জ: গোপালগঞ্জে পৃথক স্থান থেকে দুইটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার( ২ অক্টোবর) দুপুরে কাশিয়ানীতে থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৫) অর্ধগলিত ও মুকসুদপুরে কমলাপুর মধ্যপাড়া থেকে নাসিমা বেগম (৩২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক মোসলেম উদ্দিন বাংলানিউজকে জানান, ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানীর ধূসর ব্রিজের পাশে মাছের ঘেরে ওই যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। ধারণা করা হচ্ছে, ২/৩ দিন আগে ওই যুবককে হত্যা করে এখানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।
অপরদিকে, মুকসুদপুর থানার উপপরিদর্শক(এসআই) নওশের উজ জামান জানান, মুকসুদপুরের কমলাপুর মধ্যপাড়া গ্রাম থেকে নাসিমা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সিরাজুল হককে আটক করা হয়েছে। তবে, এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
পিসি