সাতক্ষীরা: সাতক্ষীরায় চাকরি জাতীয়করণ ও ট্রাস্ট আইন (২২ এর ঘ ধারা) বাতিলের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডাররা।
শুক্রবার(২ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
পরে প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি আল আমিন।
তিনি বলেন, সারাদেশে কর্মরত ১৩ হাজার ৬৮১ জন কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার স্বাস্থ্য সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে নিরলস পরিশ্রম করছে। এতে স্বাস্থ্য সেবা নিশ্চিতের পাশাপাশি মা ও শিশু মৃত্যুর হার কমেছে। কিন্তু শোনা যাচ্ছে ২০১৬ সালের জুনের পর থেকে কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডাররা ট্রাস্টের আওতায় চলে যাবে।
ট্রাস্ট আইনের ২২ এর ঘ ধারা আত্মঘাতী হবে বলে আমরা মনে করি। তাই চাকুরি জাতীয়করণ ও ট্রাস্ট আইন বাতিলের দাবিতে তিনি প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শেখ রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান মিলন, হাসিবুর রহমান, বাহলুল মজনুন রাজ, ফারুক হোসেন, হাফিজুর রহমান হাফিজ, আবুল কালাম ও আঞ্জুয়ারা প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
পিসি