ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ার পদ্মায় দুই শিশু নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
কুষ্টিয়ার পদ্মায় দুই শিশু নিখোঁজ

কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে দুই শিশু নিখোঁজ হয়েছে।

এরা হলো-ফিলিপনগরের মন্টু হোসেনের ছেলে ও ফিলিপনগর প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র মিনার আলী (১০) এবং ফিলিপনগরের রহমান আলীর ছেলে ও ফিলিপনগর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র সাবাজ হোসেন (১৪)।



শুক্রবার(২ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে দৌলতপুর উপজেলার ফিলিপনগর আবেদের ঘাট সংলগ্ন পদ্মায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিনার, সাবাজসহ কয়েকজন নদীর ধারে ফুটবল খেলছিল। এসময় ফুটবল পানিতে পড়ে গেলে মিনার পানিতে নেমে তোলার চেষ্টা করলে ডুবে যায়। এরপর সাবাজ মিনারকে উদ্ধার করতে পানিতে নেমে তলিয়ে যায়। স্থানীয়রা ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করেও তাদের উদ্ধার করতে পারেনি বিকেল পর্যন্ত।

ভেড়ামারা ফায়ার সার্ভিসের লিডার আক্কাস বাংলানিউজকে জানান, নদীতে স্রোত থাকায় উদ্ধার অভিযানে সমস্যা হচ্ছে। খুলনায় ডুবুরিদের জানানো হয়েছে। তারা এলে উদ্ধার করা সম্ভব হবে।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।