কুমিল্লা: কুমিল্লায় খাদিজা বেগম (২৫) নামে এক অন্তঃসত্ত্বা নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার স্বামী বাবুল মিয়াকে (৩২) আটক করা হয়েছে।
শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের মাঝিগাছা গ্রামের কৃষ্ণপুর ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
ভোরে ওই গৃহবধূকে হত্যা করে স্বামী বাবুল মিয়া মরদেহ ব্রিজের নিচে ফেলে রেখে যান বলে জানিয়েছে পুলিশ।
নিহত খাদিজা বেগম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সামবকশি গ্রামের আবু মিয়ার মেয়ে। আটক বাবুল মিয়া সদরের আমড়াতলী ইউনিয়নের উত্তর মাঝিগাছা গ্রামের বাসিন্দা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বাংলানিউজকে জানান, নিহত খাদিজা নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। মাঝিগাছা গ্রামে তার শ্বশুর বাড়িতে তাকে নির্যাতন করে হত্যার পর মরদেহ ব্রিজের নিচে ফেলে রাখা হয়েছে।
থানার সেকেন্ড অফিসার সালাউদ্দিন বাংলানিউজকে জানান, ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
এমজেড