ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শনিবার মুজাহিদের সঙ্গে দেখা করবেন আইনজীবীরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
শনিবার মুজাহিদের সঙ্গে দেখা করবেন আইনজীবীরা আলী আহসান মোহাম্মদ মুজাহিদ

ঢাকা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত সেক্রেটারি আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে শনিবার (০৩ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কারাগারে দেখা করবেন তার আইনজীবীরা।

মুজাহিদের আইনজীবী প্যানেলের সদস্য শিশির মনির শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান।

শনিবার সকাল সাড়ে ১০টায় শিশির মনিরসহ আইনজীবী নজরুল ইসলাম, মশিউল আলম, মতিউর রহমান আকন্দ ও গাজী তামিম মুজাহিদের সঙ্গে দেখা করবেন।

কী বিষয়ে এ সাক্ষাৎ? প্রশ্নের জবাবে শিশির মনির জানান, আপিল বিভাগের চূড়ান্ত রায় রিভিউ করার বিষয়ে আলোচনা হবে।

গত ১৬ জুন মুজাহিদ এবং ২৯ জুলাই সাকা চৌধুরীর মামলার সংক্ষিপ্ত চূড়ান্ত রায় দেন আপিল বিভাগ। ৩০ সেপ্টেম্বর (বুধবার) এ দু’জনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পায়। এরপর ০১ অক্টোবর (বৃহস্পতিবার) দু’জনকে আপিল বিভাগের রায় অবহিত করে কারাগার কর্তৃপক্ষ।

সে থেকে দু’জনই রিভিউ করার জন্য ১৫ দিন সময় পাবেন।  

বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।