ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

চলে গেলেন মুক্তিযোদ্ধা রমজান আলী খাঁন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
চলে গেলেন মুক্তিযোদ্ধা রমজান আলী খাঁন

ফরিদপুর: ফরিদপুর কোতয়ালি আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও উপজেলার মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা রমজান আলী খাঁন (৭৫) মারা গেছেন। (ইন্নালিল্লাহি .. রাজিউন) তিনি মাচ্চর ইউনিয়নের দয়ারামপুর গ্রামের বাসিন্দা ছিলেন।



শুক্রবার (২ অক্টোবর) ভোর ৪টা ৪৫মিনিটে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র রেখে গেছেন।

শুক্রবার জানাজার আগে ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মুক্তিযোদ্ধা রমজান আলীকে সশস্ত্র সালাম দেয়। বাদ জুম্মা দয়ারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।  
  
ফরিদপুর সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার শামসুদ্দিন মোল্লা জানান, বীর মুক্তিযোদ্ধা রমজান আলী খাঁন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ৮নং সেক্টরে যুদ্ধকালীন কমান্ডার মোকাররম হোসেনের অধীনে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেন। দীর্ঘদিন রোগভোগের পর তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।