ফরিদপুর: সদ্য বদলি হওয়া ফরিদপুরের মধুখালী উপজেলার সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাবিবুল্লাহ’র বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশে ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে এম কামরুজ্জামান সেলিমকে এ তদন্তের ভার দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক ও মধুখালী উপজেলা কার্যালয় সূত্রে জানা যায়, মধুখালী উপজেলার বনমালিদিয়া গ্রামের মো. শহিদুল শেখ উপজেলা পরিষদে এমএলএসএস পদে লোক নিয়োগের ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির ব্যাপারে মন্ত্রিপরিষদ বিভাগে অভিযোগ দাখিল করেন। ওই অভিযোগের ভিত্তিতে জেলা প্রশাসন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কে এম কামরুজ্জামান সেলিমকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান সেলিম বাংলানিউজকে বলেন, তদন্তভারের দায়িত্ব পাওয়ার পর আমি গত ৩০ সেপ্টেম্বর চিঠি দিয়েছি। এতে বলা হয়েছে, ১৫ অক্টোবর সকাল ১১টায় মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে তদন্ত কার্য পরিচালনা করা হবে।
মধুখালীর সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহকে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে (ওএসডি) সচিবালয়ে তাৎক্ষণিক বদলি করা হয়। এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে মধুখালীর সাবেক ইউএনও মোহাম্মদ হাবিবুল্লাহ’র মোবাইলে শুক্রবার (০২ অক্টোবর) বিকেলে দুই দফা ফোন করা হলেও তিনি ফোনটি ধরেননি।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
আইএ