ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

তিতুমীর কলেজ ছাত্রাবাসের ছাদ ধস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
তিতুমীর কলেজ ছাত্রাবাসের ছাদ ধস ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর সরকারি তিতুমীর কলেজ ছাত্রাবাসের ছাদ ধসের ঘটনা ঘটেছে। তবে এ দুর্ঘটনায় কারও হতাহতের খবর পাওয়া যায়নি।


 
শুক্রবার (০২ অক্টোবর) দুপুর সোয়া ১টার দিকে রাজধানীর মহাখালীতে অবস্থিত আক্কাছুর রহমান আঁখি হলের ২১২ নম্বর রুমের ছাদ ধসে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, ছাদ ধসে স্টিলের খাট ভেঙে গেছে। এছাড়া রুমের অর্ধেকের বেশি স্থানের ছাদ ধসে রড বেরিয়ে গেছে।
 
২১২ নম্বর রুমের ছাত্র এমদাদ বাংলানিউজকে বলেন, জুমার নামাজ পড়তে গিয়েছিলাম তাই কোনো অঘটন ঘটেনি।
 
এ রুমে চারটি বিছানা থাকলেও ১২ থেকে ১৪ জন ছাত্র থাকেন বলে জানান এমদাদ।
 
আক্কাছুর রহমান আঁখি হলের সহকারী হল সুপার সালাউদ্দিন হায়দার বলেন, সরেজমিনে দেখে এসেছি ও ধসের ঘটনা কলেজ প্রশাসনকে জানিয়েছি। তারা আগামীকাল এসে ব্যবস্থা নেবেন বলেছেন।
 
তিতুমির কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র রাসেল জানান, আঁখি হলের ২১৭, ২০৬, ১০৬, ৩০১ ও ৩০২ নম্বর রুমের ছাদেও ফাটল ধরেছে। এছাড়া তিন তলা ছাত্রাবাসের অধিকাংশ রুমের ছাদ থেকে অল্প বৃষ্টিতেই পানি পড়ে।
 
১৯৮৩ সালে নির্মিত আক্কাছুর রহমান আঁখি হলে মোট ৪৬টি রুম রয়েছে। এ হলে নির্ধারিত ২শ ৫৬ জন ছাত্র থাকার কথা। তবে বর্তমানে ৪শ ৫০ থেকে ৫শ ছাত্র থাকেন বলে জানান হল সুপার।
 
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
এফবি/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।