ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মা-ইলিশ নিধন প্রতিরোধে রাজবাড়ীতে সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
মা-ইলিশ নিধন প্রতিরোধে রাজবাড়ীতে সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দা পদ্মার নদীর তীরে মৎস্য শিকারী ও স্থানীয় মৎস্যজীবীদের নিয়ে মা-ইলিশ নিধন প্রতিরোধে সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় জেলা কমিউনিটি পুলিশ, মৎস্য অধিদফতর ও রাজবাড়ী সদর থানার যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ খালেক, জেলা মৎস্য কর্মকর্তা রতন কুমার দত্ত, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এমদাদুল্লাহ, বরাট ইউপি চেয়ারম্যান কাজী শামসুদ্দিন আহমেদ, জেলা আওয়মী লীগের সহ-সভাপতি ফকীর আব্দুল জব্বার, পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট উজির আলী, সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি প্রমুখ।

সভাপতিত্ব করেন, সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক এস এম নওয়াব আলী।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।