সৈয়দপুর (নীলফামারী): প্রকাশ্যে ও পরিবহনে ধূমপানের ফলে দেশে প্রতিবছর ৪ কোটি ২০ লাখ অধুমপায়ী পরোক্ষ ধূমপানের শিকার হচ্ছেন। এছাড়া ধূমপানের কারণে প্রতিবছর বাংলাদেশে ৫৭ হাজার মানুষের মৃত্যু হয়।
সম্প্রতি দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) প্রকাশিত জরিপ রিপোর্টে এসব তথ্য প্রকাশ করা হয়েছে।
জরিপের তথ্য অনুযায়ী, উল্লেখিত জেলাগুলোর মধ্যে একমাত্র নীলফামারীতে ব্যাপকভাবে তামাক চাষ করা হয়। এছাড়া বাংলাদেশে প্রতিনিয়ত কর্মক্ষেত্রে শতকরা ৬৮ ভাগ পুরুষ ও ৩০ ভাগ নারী পরোক্ষভাবে ধূমপানের শিকার হন। এ ভয়াবহতার প্রভাব নতুন প্রজন্মের উপর সবচেয়ে বেশি পড়ে। প্রতিবছর শতকরা চার ভাগ নতুন ধূমপায়ীর সংখ্যা বাড়ছে আর এর মধ্যে ১৫ থেকে ১৮ বছরের ধুমপায়ীর সংখ্যা বেশি।
তবে গত বছরগুলোর তুলনায় প্রকাশ্যে ধূমপান করার হার অনেকাংশে কমেছে বলে জরিপে উঠে এসেছে।
বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
এসএস