ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

র‌্যাবের অভিযানে আটক ৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
র‌্যাবের অভিযানে আটক ৮

ঢাকা: দেশব্যাপী ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ আটজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
 
গ্রেফতারকৃতরা হলেন- মাদক ব্যবসায়ী মো. মুনছুর আলী (৩৫), মো. সাগর আলী (২৫), মো. আরিফুল ইসলাম (৩০), মো. শামীম (৩২), মো. জিয়া খান (৩৫), মো. তুষার (২৮), মো. সাইদুর ইসলাম ও আসামী রুহুল আহম্মেদ (২৬)।



এ সময় তাদের কাছ থেকে ৩২৮ বোতল ফেনসিডিল, এক লাখ ৯৭ হাজার পিস ভারতীয় বিড়ি, একটি প্রাইভেটকার এবং একটি মোবাইল ফোন উদ্ধার করে র‌্যাব।   

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সকাল থেকে শুক্রবার (০২ অক্টোবর) বিকেল পর্যন্ত সারাদেশে এ অভিযান পরিচালনা করে র‌্যাব।

শুক্রবার (০২ অক্টোবর) সন্ধ্যায় র‌্যাব সদর দপ্তর থেকে এসব তথ্য জানান র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম।  

তিনি জানান, বৃহস্পতিবার (০১ অক্টোবর) জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন কুড়িয়া বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল ও একটি মোবাইল সেট সহ মাদক ব্যবসায়ী মো. মুনছুর আলীকে (৩৫) গ্রেফতার করে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল।

ওই দিন (০১ অক্টোবর) মেহেরপুর থানাধীন জয়পুর এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. সাগর আলীকে (২৫) ১৪৫ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে র‌্যাব-৬ এর ঝিনাইদহ ক্যাম্পের একটি আভিযানিক দল।

এদিকে একই দিনে র‌্যাব-৬ এর যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল মাগুরা জেলার শ্রীপুর থানাধীন কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে প্রতারক মো. শামীম (৩২), মো. জিয়া খান (৩৫), মো. তুষার (২৮) এবং মো. সাইদুর ইসলামকে গ্রেফতার করা হয়।

তিনি জানান, আটককৃতরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং তারা সেনাবাহিনীসহ অন্যান্য সরকারি সংস্থায় চাকরি দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়েছেন।

এদিকে, বৃহস্পতিবার (০১ অক্টোবর) সিলেট জেলার জকিগঞ্জ থানাধীন বাদে দেওরাইল রতনগঞ্জ বাজার এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি রুহুল আহম্মেদকে (২৬) গ্রেফতার করে র‌্যাব-৯ এর সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল।

তিনি জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০ এর ৯(৩) ধারায় সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালে একটি মামলা ছিলো। মামলা নম্বর ৩৮৩/১৪। ওই মামলার ওয়ারেন্টের ভিত্তিতে রুহুল আহম্মেদকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন শ্রীরামপুর গ্রামের আ. গফফার খানের বাড়ির সামনের রাস্তার ওপর পরিত্যক্ত অবস্থায় একটি প্রাইভেটকার থেকে ১ লাখ ৯৭ হাজার পিস ভারতীয় নাছির উদ্দিন বিড়ি উদ্ধার করা করে র‌্যাব-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল।

ওই দিন (০১ অক্টোবর) দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন কাকিলাদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বটগাছ তলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মোঃ আরিফুল ইসলামকে (৩০) ৮৩ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে র‌্যাব-১৩।  

র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম জানান, র‌্যাব দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বিভিন্ন অভিযান পরিচালনা করে আসছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিস্তার রোধে মাদক বিরোধী কার্যক্রমে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি র‌্যাবও সফলতার সাথে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ০২ অক্টোবর, ২০১৫
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।