ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

শেরপুরে পাতাবাহার খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৫
শেরপুরে পাতাবাহার খেলাঘরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

শেরপুর: মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে প্রতিষ্ঠিত শেরপুর পাতাবাহার খেলাঘর আসরের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

শুক্রবার (০২ অক্টেবর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।



এ উপলক্ষে বিকেলে শহরের নিউমার্কেট প্রথম গেটে পাতাবাহার খেলাঘরের নবনির্মিত ভবনে এক শিশু-কিশোর সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এইচ এম লোকমান হোসেন।

পাতাবাহারের সভাপতি অধ্যাপক শিব শংকর কারুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজকর্মী রাজিয়া সামাদ ডালিয়া, খেলাঘর জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট ইমাম হোসেন ঠান্ডু, সম্পাদক নন্দ সাহা, কবি-সাংবাদিক তালাত মাহমুদ, মলয় চাকী, অ্যাডভোকেট শক্তিপদ পাল, মমিনুর রহমান মমিন, আবৃত্তিকার হৃদয় দাম প্রমুখ।

অনুষ্ঠানে পাতাবাহার খেলাঘর আসরের সংগীত ও চরুকলা একাডেমির ক্ষুদে শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। ১৯৭৩ সালের এই দিনে মুক্তিযোদ্ধা বিপ্লব দে পাতাবাহার খেলাঘর আসর প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশ সময়: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।