হিলি(দিনাজপুর): দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলির বোয়ালদাড় গ্রামে পারিবারিক কলহের জের ধরে আমেনা বেগম (১৮) ও জেসমিন আরা (১৫) নামে দুই বোন একই ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৬টায় এ ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম ও জেসমিন আরা বুয়ালদাড় গ্রামের আইনাল হোসেনের মেয়ে। এর মধ্যে আমেনা বেগমের উপজেলার মনাসপুর গ্রামে আমিনুলের সঙ্গে বিয়ে হয়। আর জেমসিন আরা স্থানীয় বুয়ালদার স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে উপজেলার বোয়ালদাড় গ্রামের আইনুল হক এর বিবাহিত কন্যা আমেনা বেগম এবং তার ছোট মেয়ে জেসমিন আরার মধ্যে পারিবারিক কলহের জের ধরে কথা কাটাকাটি হয়। এর পরে দুই বোন পরিবারের সবার অগোচরে একই ঘরে ঢুকে বেশ উচ্চ স্বরে গান বাজাতে থাকে। একপর্যায়ে তারা দু’বোন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
দীর্ঘক্ষণ অতিবাহিত হওয়ার পরে তাদের কোনো সাড়া শব্দ না পেয়ে পরিবারের লোকজন জানতে পেরে ঘরের দরজা ভেঙে সেখান থেকে তাদের দু’জনকে উদ্ধার করে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
পরিবারের লোকজন তাদের মরদেহ হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসে। এ ঘটনায় পুরো বুয়ালদাড় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় বুয়ালদাড় ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। স্থানীয় ও পরিবারের সদস্যদের কাছ থেকে শুনে এবং দেখে ঘটনাটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। এ বিষয়ে হাকিমপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. হারুন অর রশীদ হারুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এলাকাবাসীর মাধ্যমে তিনি বিষয়টি অবগত হয়েছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত নিহতদের পরিবারের কেউ থানায় অভিযোগ করেননি।
বাংলাদেশ সময়: ০০২৯ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
আরএ