ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাল্যবিয়ে করতে এসে কনের বাবাসহ বর শ্রীঘরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
বাল্যবিয়ে করতে এসে কনের বাবাসহ বর শ্রীঘরে

লালমনিরহাট: লালমনিরহাটে বাল্যবিয়ে করতে এসে কনের বাবাসহ বরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে শ্রীঘরে পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
 
শুক্রবার (২ আক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।



সাজাপ্রাপ্তরা হলেন- লালমনিরহাট পৌরসভার পূর্ব থানাপাড়া এলাকার আমির হোসেনের ছেলে কনের বাবা জয়নাল আবেদীন (৪৭) ও একই পৌরসভার মদনের চক এলাকার হাসান আলীর ছেলে বর দুলু মিয়া (২৫)।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম মাহফুজার রহমান বাংলানিউজকে জানান, লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী স্মৃতি আক্তারের (১৪) বাল্যবিয়ের আয়োজন করে তার পরিবার। এমন একটি গোপন খবরের ভিত্তিতে সদর থানা পুলিশ শুক্রবার বিকেলে ওই বাড়িতে অভিযান চালায়।

এ সময় পুলিশ দেখে সবাই পালিয়ে গেলেও কনের বাবা জয়নাল আবেদীন ও বর দুলু মিয়াকে আটক করে পুলিশ।
পরে আটক বাবা ও বরকে শুক্রবার রাতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলামের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাল্য বিয়ের আয়োজন করার দায়ের কনের বাবা জয়নাল আবেদীনের সাতদিন ও বর দুলু মিয়ার এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ সময়: ০৩১৩ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।