ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

গাংনীতে মুক্তিযোদ্ধা দোয়াত আলী ক্লাবের নব গঠিত কমিটির সভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৫
গাংনীতে মুক্তিযোদ্ধা দোয়াত আলী ক্লাবের নব গঠিত কমিটির সভা ছবি: বাংলানিউজেটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার মুক্তিযোদ্ধা দোয়াত আলী ক্লাবের নব গঠিত কমিটির সদস্যদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (২ ‍অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে মুক্তিযোদ্ধা দোয়াত আলী ক্লাবের হাসপাতাল বাজারস্থ কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।



ক্লাবের সভাপতি আক্তারুজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি ছিলেন খাদিজা-আশরাফ ফাউন্ডেশনের পরিচালক ও জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল ইসলাম (আশরাফ ভেন্ডার)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুবলীগ নেতা ও ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নবীর উদ্দীন, যুবলীগ নেতা আনারুল ইসলাম বাবু, উপজেলা সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, ক্লাবের উপদেষ্টা আবুল কালাম, ৯ নম্বর ওর্য়াড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, উপজেলা রংশিল্পী সংস্থার সাধারণ সম্পাদক বজলুর রহমান, বিশিষ্ট সমাজসেবক টুটুল মিয়া, প্রজন্ম লীগের সদস্য শহিদুল ইসলাম, যুবলীগ নেতা হাসু ও নজরুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি আশরাফ ভেন্ডার ক্লাবের অবকাঠামোগত ও পরিচালনায় সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন। পাশাপাশি তাদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে রক্তদান থেকে শুরু করে সকল সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

নব গঠিত কমিটিতে আক্তারুজামানকে সভাপতি ও সেন্টু মিয়াকে সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়: ০৩৩২ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।